PTezAKASH ছিলেন Bangladesh PUBGM Community এডমিন দের একজন। পিটি এর হয়ে খেলতেন তিনি।
তখনকার সময়ে জনপ্রিয় একটি টিম ছিল Phantom Esports (PT)। কিন্তু কোন এক টুর্নামেন্ট এ তার চিটিং ধরা পরে। কমিউনিটি এর এডমিন হয়েও এরকম কাজ অনেকেই মেনে নিতে পারে নি। নানা ট্রল,মিম বানানো হয় এবং কমিনিটি থেকে তার সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়। এভাবেই হয়ে উঠেন বাংলাদেশ পাবজি মোবাইল ইস্পোর্টস এর ভিলেন।
অনেকদিন পাবজি থেকে দূরে ছিলেন।নিজের ভুল বুঝতে পেরেছিলেন। কিন্তু ক্ষমা চাওয়ারও কোন সুযোগ ছিল না তার কাছে। তিনি তার নাম গোপন করে নতুন নাম দিলেন। সেই নামে বাংলাদেশের জনপ্রিয় কিছু টিমে ট্রায়াল দেন।খেলার স্টাইল সহ নানা কারনে সেসব টিম এ তিনি তেমন একটা সুবিধা করতে পারেননি।
উপায় না পেয়ে নেপালের 7Sea তে একজন ক্ল্যান মেম্বার হিসেবে যোগ দেন।সেখানে ক্ল্যান মেম্বার হিসেবে কিছুদিন ছিলেন। এরপর একদিন তার সামনে আসে 𝟟𝕤𝕖𝕒 এর মেইন লাইন আপ এ ট্রায়াল দেওয়ার সুযোগ। 7SeaSTROM তখনকার এই নেপালি প্লেয়ারটি তাকে সুযোগ দেন এবং সুযোগ টি লুফে নেন সেই ভিলেন। নেপালি বিভিন্ন স্ক্রিমস এবং টুর্নামেন্ট এ নিজের জাত জানান দেন। প্রায় সকল টুর্নামেন্ট এ টপ ফ্র্যাগার লিস্ট এ থাকতেন আর পাশে থাকতো বাংলাদেশের পতাকা।