নতুন ঠিকানার খোঁজে SUK!
SUK! যাকে পাবজিতে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার বললে ভুল বলা হবে না। চায়নিজ এই প্লেয়ারের খ্যাতি ছড়ানোর গল্প বেশ পুরনো, তবে নিজেকে নতুন করে বিশ্বের সবার কাছে চিনিয়েছেন পিএমজিসি ২০২০ এ।
Photo Source: Google
দলীয় ভাবে ৫ চিকেন ডিনার ও ব্যক্তিগত ৫৪ কিলের মাধ্যমে পিএমজিসি ২০২০ এর ফাইনালের এমভিপি হয়েছেন। পিইএল সিজন ১ (২০২১) এ তার রেটিং ছিল ১.৪১, টুর্নামেন্টের ১৪তম প্লেয়ার ও পিইএল সিজন ২ (২০২১) এ তার রেটিং ছিল ১.৫২, টুর্নামেন্টের ১২তম প্লেয়ার ছিল র্যাঙ্কিংয়ের হিসেব অনুযায়ী।
তার মত প্লেয়ারের জন্য ব্যাপারটা হতাশাজনক ছিল, তবে হতাশার ছায়া বেশিদিন সঙ্গী হতে পারে নি, পিইএল এর পরবর্তী সিজন (সিজন ৩) তে তিনি আবারো জ্বলে উঠেছেন, হয়েছেন ফাইনালের এমভিপি।
4AM এর হয়ে ২০১৯ সাল পর্যন্ত তিনি সর্বমোট ৫৩৯ টি ম্যাচ খেলেছিল। তবে করোনার ভয়াবহতা যখন বিশ্বকে গ্রাস করেছিল, সেই সময়টা 4AM এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। গতবছর থেকে 4AM প্লেয়ার ও তাদের সমর্থকেরা যেনো হারিয়ে যাওয়া 4AM কে ই খুঁজে বেড়াচ্ছে। একের পর এক টুর্নামেন্টে বাজে পারফরম্যান্স ধীরে ধীরে 4AM এর পূর্বের সকল অর্জনকে চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। তবে SUK তিনি তার ধারা অব্যহত রেখেছিল, কিন্তু টিম পারফরম্যান্স ভালো না থাকার কারণে পরাজয় তাদের পিছু ছাড়ে নি।
তবে SUK 4AM ছাড়ার গুঞ্জন ছড়ালেও, এবার তা সত্যি হয়েছে। চ্যাম্পিয়ন খেতাব পুনরুদ্ধারের জন্য হোক কিংবা হারিয়ে যাওয়া টিম পারফরম্যান্স কে পূণরায় অন্য কোনো টিমমেটদের সঙ্গী করে খোঁজার জন্য তিনি নতুন ঠিকানা খুঁজছেন। তাকে পাওয়ার দৌঁড়ে আছেন- নোভা,টিসি ও পাই এর মত নামি-দামি দল গুলো। বর্তমানে তার ভিত্তি মূল্যে ৩.৬ মিলিয়ন আরএমবি, যা ডলারে প্রায় ৫ লক্ষ ৫৬ হাজার।
Rate this article
Getting Info...
Post a Comment