পর্দার আড়ালের নায়ক!
রূপম তালুকদার, যাকে আমরা মূলত চিনি “মেশিন” হিসাবে।,এছাড়াও, Gremlin Storm তথা GSM এর একজন হিসাবে তাঁকে আমরা সকলে চিনে থাকি, যিনি GSM এর জন্য সাপোর্ট প্লেয়ারের দায়িত্ব পালন করেন এবং দলের জন্য যার অসংখ্য অবদান রয়েছে, পাবজির বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে।
রুপম তালুকদার- 7SgsmMACHINE
তিনি খুব একটা মিশুক নন বললেই চলে, কিন্তু তাঁর খেলার ধরণ এবং মাধুর্যের কারণে তিনি অগণিত ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তিনি এমন একজন, দল বিপদে পড়লে যার ওপর শতভাগ আস্থা রাখা যায়। এমন একজন, যার গুরুত্ব কেবলমাত্র তিনি দলে না থাকলেই অনুভব করা যায়!
অনেক আগে থেকেই তিনি অসাধারণ সব স্প্রে এবং দারুণসব ক্লাচের প্রদর্শনী ঘটাবার মাধ্যমে দর্শকদের চমৎকৃত করেছেন পাবজির বিভিন্ন প্রতিযোগিতামূলক টূর্নামেন্টে। তার মধ্যে অন্যতম হলো – ভারতীয় জনপ্রিয় দল “SOUL” এর সাথে তার দলের অসাধারণ ফাইট, যেখানে তিনি ওয়ান ম্যান আর্মি এর ভূমিকায় অবতীর্ণ হন, এবং একা তাঁদের ৩ জন প্লেয়ারকে নক আউট করেন।
সম্প্রতি ঘটে যাওয়া আরেকটি স্মরণীয় মুহূর্তের কথাও এখানে উল্লেখ করা যেতে পারে। যেটা ছিলো পিএমসিসি এর চূড়ান্তপর্বের একটি ম্যাচ। সেখানে আমাদের “মেশিন” আবারও তার পুরনো ওয়ান ম্যান আর্মি ভূমিকায় অবতীর্ণ হন। “ব্যাডরেভ”, ” কাপশি”, “ইভিলআই” একে একে বিরূপ পরিস্থিতিতে পড়ে সেই ম্যাচটিতে এলিমিনেট হয়ে গেলে, একা হয়ে যান “মেশিন”। এরপর তো ইতিহাসই সৃষ্টি করলেন একপ্রকার!
সঙ্গীদের একে একে বিদায়ের পর একাই রুখে দাড়ান তিনি! একে একে যান্ত্রিক দক্ষতায় নিশ্চিহ্ন করতে আরম্ভ করেন একের পর এক স্কোয়াডকে। একপর্যায়ে সর্বশেষ প্লেয়ারটিকেও এলিমিনেট করে যখন ” চিকেন ডিনার” নিশ্চিত করে নিয়েছেন, তখন তার কিল এর সংখ্যা ০৮! যার ভেতর রয়েছে একাধিক ক্লাচ!
তিনি এমন একজন ব্যাক্তি, যার তুলনা কেবল তাঁর নিজের সাথেই করা যেতে পারে। এবং, তিনি নিজ পারফরম্যান্সের মাধ্যমে অসংখ্য সুন্দর স্মৃতি আমাদের উপহার দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
তাকে ক্যামেরার পেছনের নায়ক কিংবা একজন সাইলেন্ট কিলার বললে কি ভুল বলা হবে? একদমই না! সত্যিকার পর্দার আড়ালের নায়ক বলতে যা বোঝায়, তিনি তা-ই। তার জন্য থাকছে আমাদের ভালোবাসা।
post section Don't remove this section, otherwise theme will crash.
Post a Comment